২০২
শোকের চাদরে ঢেকে আছে দেশ
ভাঙছে হৃদয় কাঁচের মতন চুরচুর
আর পাবো না এমন নেতা
যেমন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর!
০৮-১২-২০২০


২০৩
একখণ্ড ভূমি দেবে কি ইজারা খাজনাহীন
বারো মাস
জলের সাথে দেবো জীবনের নির্যাস
আর তাতে, করে যাবো শর্তহীন ভালোবাসা চাষ।
০৮-১২-২০২০


২০৪
চিঠির খামে জমছে ধুলো? থাকনা জমা
ধুয়ে যাবে কখনো এক বর্ষাতে
অবহেলার শাস্তি পাবে
থাকবে যেদিন অন্য কোন বর সাথে!
০৮-১২-২০২০


২০৫
তোমার তুলনা তুমি
ভরে মনোভূমি
সিঁথির নদীতে
আলোর ঝলক দেখে
কোথা যে হারাও
পলাশ অধর খানি
ফাগুনের কাছে বন্ধক রেখে!
০৮-১২-২০২০


২০৬
আগে লজ্জায় মুখ ঢাকতো মানুষ-এখন ঢাকে অসুখের ভয়ে
আরো চমৎকার বিষয়-
মাস্কের আড়ালে লজ্জা এবং দুর্নীতি গিয়েছে এক হয়ে!
০৮-১২-২০২০