১৮১
হেমন্ত শেষ বিষণ্ণ মাঠ
কদিন পরেই ঝরবে ধূসর পাতা
লেগেছে শিশির ঝরার ধুম
লাগে না মানুষবৃক্ষ চোখে-
বৃষ্টি ঝরার মৌসুম!
০৩-১২-২০২০



১৮২
ঘুড়ির মতন উড়ি
মক্ষির মতন করি বিষ পান
ফিনিক্সের আত্মায় জড়িয়ে-
মাটির মমতা বুকে মেখে নিয়ে
গেয়ে যাই জীবনের গান।
০৩-১২-২০২০



১৮৩
নিয়ন্ত্রণহীন আবেগের ভাঙা কাঁচে
কেটে গেছে অনুভূতির সচল শিরা
ঝুলে আছি বয়েসী বটের মূল
মাটির সন্ধানে-
ভালো থেকো দুরাকাঙ্ক্ষ মানসীরা।
০৪-১২-২০২০