১৬৭
অবহেলা যেখানে প্রকট
সম্মানের সামীয়ানা যেখানে উধাও
বৈষম্যের বিষাক্ত হুলে জীবন যেখানে সঙ্গীন
সেখানে সম্পর্কের অধিকার কামড়ে
পড়ে থাকা অর্থহীন!
২৯-১১-২০২০
১৬৮
সম্পদ এবং ক্ষমতার মোহে
হেন অপকর্ম নাই
ধরায় করার আর বাকি
নেংটির কাপড় মুখে দিয়ে
অপরের নগ্নতা দেখার লাজ ঢাকি।
২৯-১১-২০২০
১৬৯
পৃথিবীর পথে ফেলে রাখা পদছাপ
একদিন হয়ে যায় ক্ষয়
মানুষের অন্তরবাগানে
গজানো ভালোবাসা মরে না
অথচ মানুষকেই মরে যেতে হয়!
২৯-১১-২০২০
১৭০
তুমি ভালো থাকলে আমিও ভালো থাকি
ভাবি না কার কী এলো গেল
মন খারাপের মুহূর্ত তোমার- আমাকে ভীষণ
করে এলোমেলো!
২৯-১১-২০২০
১৭১
সরিষার ক্ষেতে হেঁটে আলপথ পার-
হয়ে কাছে আসে শীতরাত
শরীরের কোষে কোষে আবেগের ধারাপাত
উষ্ণতার তৃষ্ণা মিটায় তোমার সোহাগী দু'হাত!
২৯-১১-২০২০