২২১
রাতের নেকাব খুলে পূর্ণিমার চাঁদ-
হুটহাট
স্নিগ্ধতম আলোর প্লাবনে
খুলে যায় মনের কপাট
হৃদয়তারে ঝংকারে অগ্নিবীণা-
সাঁতরে পেরোই জলজ আঙিনা!
২২২
বছর আসে বছর ঘুরে
জীবনবৃক্ষের একটি করে সবুজ পাতা ঝরে
হারিয়ে যায় অতিদূর অতীত
ছুটন্ত সময় ক্ষয় করে জীবনের ভীত!
১৩-১২-২০২০