১৪৮
বেদনার ভাইরাসে আক্রান্ত চেতনার চেম্বার
হৃদয়ের মনিটরে সার্চফলে স্পষ্ট দেখা যায়
বাগফাইল মুছতে পাচ্ছি না খুঁজে ডিলিট-
বাটনটা যে কোথায়!
২৫-১১-২০২০
১৪৯
শীত চেটে খাই
তৃষাতুর উমহীন
চেয়ে দেখো তুমি!
অনুরাগ জলে
ভেজা লেপ কাঁথা
বুকের উঠানে
দিবে কি আমায়
উষ্ণতর ভূমি?
২৫-১১-২০২০
১৫০
কালিজিরা ধানের সুগন্ধি ছড়িয়ে হেমন্ত-
বসে আছে কৃষকের বিচলিত বারান্দায়
রাতের গ্রীবায় ঝুলে থাকা চাঁদ দেখে
নাবান্ন উৎসব পাড়ায় পাড়ায়!
২৫-১১-২০২০
১৫১
নিঃসঙ্গতার ভিতর তুলে কলস্বর
তোমার স্মৃতির সারসেরা জুড়ে দেয়
দুর্বার মিছিল
জীবনবৃক্ষের সজীবতায় নিরন্তর যোগায়
মূলরোমে জল-পাতায় সবুজ ক্লোরোফিল।
২৫-১১-২০২০