১৮৪
নদীর তীরের নির্জনতা ভাঙে
ঢেউয়ের কোলাহলে
কাশবনমন হয় উচাটন
দেখে না তো কেউ-
নদীর মতোই হৃদয়ের তীরে
ভাঙনের খেলা চলে!
০৪-১২-২০২০



১৮৫
বিজয় এবং বঙ্গবন্ধু একই সুতায় গাঁথা
যে বাঙালির স্বপ্ন ছিলো শুধুই স্বাধীনতা
একাত্তরের ষোলই ডিসেম্বর -
রেখেছিলো তার জাতিকে দেওয়া কথা।
০৪-১২-২০২০



১৮৬
মানচিত্রের মতো চওড়া বুক
তলোয়ারের মতো তীক্ষ্ণ তর্জনি
হিমালয়সম অটল মনোবল-
কাঁপন ধরিয়েছিল পাকিদের বুকে
বঙ্গবন্ধুর সাতই মার্চের স্বাধীনতার গর্জন-ই।
০৫-১২-২০২০



১৮৭
তুমি জন্মেছিলে বলে পেয়েছি পতাকা-
স্বাধীনতা
গাইতে পারি সুখদ বিজয়ের গান
মিশে আছো বাঙালির রক্তে ও হৃদয়ে-
শেখ মুজিবুর রহমান।
০৫-১২-২০২০