৪৮
বিয়ের আগের ভালোবাসা সুদীর্ঘ এক
রোমান্টিক উপন্যাস;
পড়তে পড়তে ফুরায় না। বিয়ের পরের ভালোবাসা-
কুড়ি শব্দের কবিতা; এক নিঃশ্বাসেই শেষ!
৪৯
আমার ভাবনার ছাদে এসে রোজ
পায়চারি করো অথচ বাস্তবের বিছানা
শূন্য পড়ে থাকে পাঁজরের ভিতর।
সুনন্দিতা, এ কেমন ভালোবাসা তোমার ?
৫০
সুখগুলো শ্যালিকা-আসে আর যায়।
দুঃখগুলো ঘরের বউ- সারাক্ষণ জ্বালায়!
আশাতীত ভালোবাসা ভরে রাখি গটে।
বাতাসের কানে কানে গুজবেরা রটে!
৫১
সুস্বাদু খাবারও অপরিচ্ছন্ন বর্তনে পরিবেশনের কারণে ক্ষুধার্ত ব্যক্তিও মুখ ফিরিয়ে নেয়।
পরিচ্ছন্ন পরিবেশনের কারণেই কুড়ি শব্দের কবিতা সবাই গোগ্রাসে গিলছে।
৫২
ধলামিয়ারা নিজেদের আবিষ্কারের নেশায় ব্যস্ত।
কালামিয়ারা ধলামিয়াদের স্বপ্ন ও অধিকার
হরণে ব্যস্ত। আলো ও অন্ধকারের
বৈপরীত্যের খেলায় মানবতা নিদারুণ পরাস্ত!
৫৩
ভালোবাসার মিথ্যা প্রলোভনে নারীর শরীরে
কারুময় কত ক্ষতচিহ্ন আঁকো। পুরুষ তুমি কেমন-পুরুষ, ঠুনকো অজুহাতে ভেঙে ফেলো সম্পর্কের অশক্ত সাঁকো!
৫৪
একবছর ধরে নির্যাতনের শিকার। ভয়ে মুখ খোলে না।
আতংকের আব্রু খুলে দিলো ফেসবুক। ঘটনা রোমহষর্ক!
দায়িত্বশীলগণ ছিলো কি নিরব দর্শক?
৫৫
শোকের চাদরে ঢেকে গেছে দেশ
শকুন কি গেছে বাংলার আকাশ ছেড়ে?
বাইরে এসো নারী, মৌনতা নয়-
করো প্রতিবাদ দ্রোহের চিৎকারে!
৫৬
বসে থাকার সময় নেই আর।
বাইরে এসো নারী।
চালাও প্রতিবাদের দুরন্ত গতির রোলারকোস্টার।
পারলে হও নব্বইয়ের নূর হোসেন-জীবন্ত পোস্টার!