১০৭
দৃষ্টির দ্রাঘিমায় জমে থাকে অযুত স্বপ্ন
হৃদয়ের ক্যানভাসে আঁকা শত রূপকথা
অপূর্ণতার হাহাকার চারিধারে-
মাটির ময়না করে লালন নিঃসঙ্গতার নিরবতা!
১৫-১১-২০২০



১০৮
শোক তাপ অভিমান করে দিয়ে মাটি
এসো এসো হাত ধরে পাশাপাশি হাঁটি
এখানে হৃদয়োদ্যান হতে-
স্নেহ প্রেম ভালোবাসা দেবো পরিপাটি।
১৫-১১-২০২০



১০৯
আজকের শিশু
হতে পারে আসমান হতে আসা প্রতিশ্রুত যীশু
এসো বিনির্মাণ করি তাদের নির্ভরতার ছাদ
মুছে যাই নিজেদের অমানুষ অপবাদ!
১৫-১১-২০২০



১১০
বালিকা তোমার অলক সুবাস মাতাল করে মেশকে
রঙিন অধর সুরার গেলাস চুমুক লাগাই এশকে
হৃদয়পদ্ম না দেখিয়াই নিন্দো পাগল বেশকে!
১৫-১১-২০২০