১১১
যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই 'মানুষ'
মরে গেলেই 'লাশ'। কবরে-
লাশ পঁচে বাঁশ পঁচার আগে। তবুও-
পাপাচারী মানুষের বিবেক না জাগে!
১৬-১১-২০২০


১১২
ভুলে যাই মানবতা, লোভ সীমাহীন
আকণ্ঠ পাপের সাগরে তলিয়ে-
ভুলে যাই জীবন কতটা ক্ষণিকের
সন্ধ্যা হলেই ভাঙা হাট- বিদায় বণিকের!
১৬-১১-২০২৯



১১৩
আকর্ষণ করে না মুনকে আর চন্দ্রপ্রভা রাত
তার জীবনের সুপার মুন মা আর নেই-
মুনের চোখে এখন মাহীন কষ্টের অমাবশ্যা!
১৬-১১-২০২০