১১৫
তোমার পলাশ রঙিন অধর ছুঁয়ে- নিঃশ্বাসের
উত্তাপে বিষণ্ণতা পোড়াই
প্রতিশ্রুতির নির্ভরতায় পোক্ত পাখা মেলে-
কমলকান্তি করের রেখায় মহানন্দে মনকবুতর ওড়াই!
১৮-১১-২০২০
১১৬
জেগে ওঠি তোমার ছোঁয়ায় যেন মেডোনা সুর মূর্ছনা
কাঞ্চনজঙ্গার বরফ চূড়ার মতো
সফেদ বুকের ভাঁজে খুঁজি অনন্ত সুখের প্রবাহিত ঝর্ণা।
১৮-১১-২০২০
১১৭
চক্ষু যখন পদ্মপুকুর, ওষ্ঠ যখন চায়ের কাপ
সান্নিধ্যতায় শিহরণ ঝড়, শিরায় বাড়ে রক্তচাপ
আর তখনই-
দূর হয়ে যায় একাকীত্বের মনখারাপ।
১১৮
যখন চোখের মনিটরে জ্বলজ্বল করে
তোমার দুধেআলতা চিবুকের কালো তিল
ভাবনার সাগরে সজোরে মারো ঢিল-
আমি হই ডানা মেলা গাঙচিল!
১৮-১১-২০২০