১২২
দেশমাতৃকার আঁচল খাবলে ধরেছে ধর্ষক-
ধরিবাজ
শহীদের রক্তার্জিত মানচিত্র-
ঢেকে দিচ্ছে অসভ্যতা-নগ্নতার কারুকাজ
মুক্তিমানব মুহাম্মদ (স.) তোমার বড় প্রয়োজন আজ।
২০-১১-২০২০




১২৩
মানবিকতার মস্তিষ্ক চিবিয়ে ইবলিশ করিছে উল্লাস
অবচেতনার ঘরে তালাবদ্ধ মনুষ্যত্ব
বেড়েছে অবিশ্বাসের বিষাক্ত ঘনত্ব
সভ্যতার ফুসফুস করিছে শোষণ কার্বনবিষ দীর্ঘশ্বাস!
২০-১১-২০২০




১২৪
"চোখ গেলো" বলে কাঁদিছে যে পাখি
আমি তার শোক হৃদয়ে ধারণ করে বাঁচি
একদিন ঠিক এসে দাঁড়াবো তোমার হৃদয়ের কাছাকাছি।
২০-১১-২০২০