১৭৭
না বলা সকল কথা
বলেছিলো
তোমার যে দুটো
কথা বলা চোখ
তাদেরই নিস্পৃহতা
খুঁড়ে বের করে
আমার বুকের
ভেতরের শোক।
০১-১২-২০২০


১৭৮
ভাবছি কবিতাকে তালাক দিবো; কী বলিস যতিন?
কবিতা হয়ে গেছে ভালোবাসার সতিন!
পৃথিবীর পরে
শান্তিতে চাই বাঁচিবারে আর ক'টা দিন।
০১-১২-২০২০



১৭৯
যতবার কাছে আসি ততবার দূরে ঠেলে দাও;
আমি সারমেয় নাকি?
মাংসলোভে নয়; ভালোবাসি তাই, পায়ে-
পায়ে হেঁটে ভালোবাসা আগলে রাখি।
০২-১২-২০২০