১৭২
রক্ত দেখে আতকে ওঠি
হয়নি মোটে ঠিক
কফির কাপে চুমুক দিয়ে
ভাবছি এ কার ঠোঁট
কফির বদল ওঠেছিলো
মিষ্টি লিপস্টিক!
২৯-১১-২০২০



১৭৩
অপূর্ণতার অগ্নিশিখায়
পুড়ে পুড়ে অঙ্গার হৃদয়!
নাগালের বাইরে নাগলিঙ্গম।
অনুরাগের তীব্র দহনে
মোমের মতন গলে-
যাওয়াকেই তবে কি
ভালোবাসা কয়?
৩০-১১-২০২০



১৭৪
ডাস্টবিনে নবজাতক
নাভিফুলে রক্তনদী-পাপের বন্যা বয়!
শিশুর কান্নায় কুকুরেরও কাঁদে প্রাণ
মানুষ পাষাণ-
আর কত দেখতে হবে মানবতার ক্ষয়!
৩০-১১-২০২০



১৭৫
নিজের নাক কেটে অন্যের-
যাত্রাভঙ্গ ভালো কাজ নয়।
দিনটা হয়তো আজ আপনার
ধরেই নিলাম।
দিন বদলাতে কিন্তু লাগে না সময়।
৩০-১১-২০২০



১৭৬
কখনো সমুদ্র দেখেনি যে চোখ
সে চোখই দুঃখের সমুদ্র আজ
যে পথে আনিলা টানি
সে পথেই আঁকিয়াছ
দুঃখের নিপুণ কারুকাজ!
৩০-১১-২০২০