৯৪
ভোরের ডাকে আসে শিশির ভেজা একটি সবুজ খাম
হৃদয়ে আনন্দ গান-
পলকে খুলে দেখি শুকনো গোলাপের-
পাপড়িতে লিখা শতাধিক অভিমান!
১৩-১১-২০২০
৯৫
অনাদর অনাহ্লাদ-অবিরাম উপেক্ষা তোমার-
দেখোনি হৃদয়ে বাড়ায়েছে
কতটা গভীর ক্ষত
দেখোনি চোখের চারিধারে জমে থাকা
অসংখ্য আকাঙ্ক্ষা কুয়াশার মতো!
১৩-১১-২০২০
৯৬
হেমন্তের মাঠে সোনালি ধানের ওপর বিছানো
রোদ্দুরের কণা-
কৃষকের হাসির উজ্জ্বল রেখা।
এই বাংলার প্রান্তর ছাড়া কোথাও কি যায় দেখা?
১৩-১১-২০২০
৯৭
মেঘহীন আকাশের মতো নীল
শাড়িতে সেজেছো
কপালে অস্তায়মান সূর্যের আকার লাল টিপ
বালিকা তোমার পলাশ অধর বাড়ালো আমার
হৃদয়ের ঢিবঢিব!
১৩-১১-২০২০