৩৬
করোটির কোষগুলো ঘিরে রেখেছে হতাশা- নামের কৃষ্ণ দেয়াল।
কর্নিয়ায় আঁকে কষ্টের ইজেলে জলের আল্পনা।
নীলাদ্রি লেকের জলে ডুবেছে সুখের সূর্য!
০৪-১১-২০২০
৩৭
দরিদ্রতার প্রখর তাপে বাষ্পায়িত ভালোবাসা।
স্বপ্নগুলো অরক্ষিত কফিনে অযত্নে সমাহিত।
পরিত্যাক্ত শরীর খননে চুম্বনের চিহ্ন ছাড়া কিছুই পাওয়া গেলো না!
০৪-১২-২০২০
৩৮
স্বৈরাচারের হাতে গণতন্ত্র গ্রেপ্তার হয়ে
যেমন করে গরাদের ভিতর কাঁদে
"নুন আনতে পান্তা ফুরায়"
তেমনি জীবন পড়েছে ভীষণ অক্ষমতা ফাঁদে!
০৪-১২-২০২০
৩৯
মানুষ আছে জগত জুড়ে, মানবতা নাই
উড়ছে বাতাসে মনুষ্যত্ব, সততা, সমতা-
পোড়া শেষকৃত্যের ধোঁয়া ও ছাই
কার কাছে প্রতিকার চাই!
০৪-১২-২০২০
৪০
সমৃদ্ধির পথে দ্রুত দৌড়ানো আমার বাংলাদেশ
কোভিডের চেয়েও ভয়ানক সংক্রামক
দুর্নীতির জীবাণুর আক্রমণে অস্থির। অবাধ্য-
অন্ধকারে কাতরায়! কোথায়-এর শেষ?
০৪-১২-২০২০
কুড়ি শব্দের কবিতা (কুরআনিক)
৪১
আল্লাহ সুমহান। শিখিয়েছেন কুরআন।
সৃজন করে মানুষ
ভাব প্রকাশের ভাষা করেছেন দান
জিন ইনসান-
করবে অস্বীকার আর তার কোন অবদান?
(সুরা আর রাহমান ১-৪ ও ১৩ আয়াত)
০৪-১১-২০২০