৩২
আমি এক জনমের কানা।
ভালোবাসার মানুষ খোঁজতে খোঁজতে
বারবার ছুঁয়ে ফেলি একই ভুল ঠিকানা!
ভালোবাসার স্বরূপ কেমন হয়নি আজো জানা।
০৩-১১-২০২০

৩৩
তুমি আমার মনতোষিনী
হেমন্তের হলুদ সরিষা মাঠ
তোমার জন্য ছেড়ে এসেছি
সমস্ত সুখের রাজ্যপাট
দাও খুলে দাও মনের বন্ধ কপাট।
০৩-১১-২০২০

৩৪
ক্ষুধার আগুনে দগ্ধ হতে হতে
ছাই হয়ে ঊর্ধাকাশে যাচ্ছি ভেসে
লংকা পেঁয়াজ ছাড়াই-
যদি পারো পান্তাভাত বৃষ্টি হয়ো
হা-অন্নের দেশে।
০৩-১১-২০২০

৩৫
পেটের উনুনে জ্বলছে আগুন
সভ্যতার নষ্ট ইঞ্জিন ছাড়ছে কালো ধোঁয়া
কাস্তের বদলে ছুঁয়ে ফেলি কংকাল শরীর
পান্তাসানকি হয় না ছোঁয়া!
০৩-১১-২০২০