১৫৮
ভুলতে আমায়
কাটাও সময় নানান রকম ব্যস্ততায়
শিশিরগুলো রৌদ্রে শুকায়
তোমার নাকের ঘামগুলোকে খুব যতনে
জমিয়ে রাখি হৃদকমলের সবুজ পাতায়।
২৭-১১-২০২০
১৫৯
চোখে ও চিবুকে
চুম্বনের কবিতা লিখবো
শুষে নেবো কপোলের কালশিটে দাগ
তোমার পলাশ ঠোঁটে ঢেলে দেবো
মোনালিসা হাসির দুর্বোধ্য অনুরাগ।
২৭-১১-২০২০
১৬০
তোমার চলে যাওয়া দেখে
আমার বুকের দিকে দানবের মতো
হেঁটে আসে বিষণ্ণতার পাহাড়
রক্তাপ্লুত হৃদয়ের আঙিনায় ঘটে
অজস্র দুঃখের সমাহার!
২৭-১১-২০২০