৭৬
উড়ে আসি দূরে থেকে-পাখির মতন -
তুমি ছাড়া বলো কে আছে আর?
ছাওপোনা স্বপ্ন বোনা হোগলার ঝোপে- পাতবো বালিহাঁস ঘরসংসার!




৭৭
দেশজুড়ে দুর্নীতি- দুর্ধর্ষ ধর্ষণের মহড়ায় বাড়ে ত্রাস!
এ কোন দানব নৈতিকতা করেছে গ্রাস! চারিদিকে দেখি শকুন ও শ্বাপদের নারকীয় উল্লাস!


৭৮
প্রিয়তি চায় ঝড় ওঠোক হৃদয়ে। পাহাড়ি-
ঢলে ভাসুক গোপন গুহা। শীতে কিংবা
বৈশাখে, শ্রাবণে।
নিস্পৃহ প্রিতম!
প্রিয়তি ভাসে পরকীয়া প্লাবনে!
০৯-১১-২০২০