১৮৮
এমন করে থেকো নাকো চুপ
দিও নাকো ব্যথা
কথা বলো একবার
কোথায় তুমি; কেমন আছো?
আমার কি নেই জানার অধিকার?
০৫-১২-২০২০
১৮৯
কতকাল তুমি পালিয়ে বেড়াবে
নিজের সাথে নিজে খেলবে
লুকোচুরি খেলা;
পাবে কি পথ অথই আঁধারের মাঝে একা
হেলায় হারিয়ে বেলা?
০৫-১২-২০২০
১৯০
তুমিহীন কতটা একা; কতটা অসহায়
কতটুকু ঘটে হৃদয়ে রক্তক্ষরণ
দেখো না- কারণ
ঢেকে রাখে নেইলপালিশের মতন
ব্যথার রঙিন ঝিলমিল আবরণ!
০৫-১২-২০২০