২১৪
আহা শীত!
গরম কফির কাপের বদলে
দিই চুমুক প্রিয়ার ঠোঁটে
বুকের জমিন হতে ফসল ওঠাতে
প্রসক্ত কৃষকেরও
দরদর ঘাম ছুটে!
১০-১২-২০২০


২১৫
ঝিনুকের মতো কাটি সাঁতার জলের বিছানায়
হেঁটে আসে কষ্টস্মৃতির মিছিল;
ভরপেট ধরে খাই জোছনার রুপালি প্লাবন
বেদনায় মুখরিত দৃষ্টিনন্দন হাতিরঝিল!
১২-১২-২০২০


২১৬
জলের পাটাতনে পা রাখে আলোর দেবতা
তার ধ্রুবতারা চোখে পথ হারায় যৌবন
বহুদিন ধরে-
কষ্টস্মৃতির মিছিলে পদপিষ্ট রমণীয় একটি চুম্বন!
১২-১২-২০২০