১৯১
আজকে ভীতির কারাগারে বাস
নীতির ধরেছে ঘুম- যেন হয়ে আছে
মিশরের মমি
মানবমন্দিরে লাগিয়ে বিশাল তালা
দানবমন্দিরে অসুরের ছায়া নমি!
০৬-১২-২০২০
১৯২
স্বার্থের দ্বন্দ্বরা ওঠেছে চরমে- ভাইয়ের শত্রু ভাই
দেশ ধর্ম মানবতা- ওপরে ওঠার সিঁড়ি
স্বাধীনতার পরম প্রতিশ্রুতি - রয়ে গেল জ্বলন্ত মিথ্যাই!
০৬-১২-২০২০
১৯৩
পিশাচেরা-
এতকাল দেখেছো সহিষ্ণুতা, বোঝোনি-
স্বাধীনতার রক্তিম চেতনার মানে
বেশি বাড় বেড়ো না। বাঙালি-
আগ্নেয়গিরির থেকে বেশি আগুন জ্বালাতে জানে।
০৭-১২-২০২০