১৯৪
মানব বাগানে
বিনা প্রতিদানে
ভালোবাসা দিয়ে
ফুলের সুবাস
যে ছড়িয়ে দিতে জানে
সে-ই তো খাঁটি মানুষ
সে-ই বোঝে
জীবনের মানে।
০৮-১২-২০২০


১৯৫
মৃগনাভির সুবাস ঢেলে মনহরিণী কোন সে
বনে ধায়-ফিরে নাহি চায়!
মনমহুয়ার বনে, প্রসক্তপ্রেম স্বননে
অনিদ্র কোকিল অসময়ে ডেকে যায়!
০৭-১২-২০২০