এখন তখন অনেক তফাত, মৃত্যুর আতঙ্ক বুকে
আমি-তুমি গৃহবন্দী
তুমিই বলে দাও কে আছি কতখানি সুখে!

বসন্ত চলে গেছে, চলে গেছে ভ্যালেন্টাইন
কোকিল-কোকিলা গৃহবন্দী
গৃহবাসী অতি আধুনিক নাম হোম কোয়ারেন্টাইন।

ঘুণপোকা বুকে নিয়ে বন্দী জীবন কতটা-
বলো আর সুখের হয়
মৃত্যু তাড়া করে ফিরে, ঘাড়ে খাদ্যপণ্য- দুর্ভিক্ষের ভয়!

নিঃশ্বাসের বিশ্বাস যেখানে নাই, রঙিন ফানুস
মাস্কে ঢাকা মুখ, এখন অনেক কষ্ট চিনে নিতে
কে মানুষ আর কে মানুষী রাক্ষুষ!
২২-০৩-২০২০