বুকের ডেরায় জমে থাকে শোক
বালিয়াড়ি ঢেকে দেয় মধুমতির করোটি
জং ধরে জলের করাতে।
প্রমত্তা পদ্মার বুক ওঠে পড়ে গাড়ি
বত্রিশ- প্রবহমান একটি রক্তের নদী
ইতিহাস- ইলিশের আহার এখন।
পৃথিবীর স্মৃতিপথ এখানেই শেষ
ধানমন্ডির ছয়শ সাতাত্তর নম্বর বাড়ির
সামনে গেলেই খুলে দেয় ব্যথার বিতান।
জলের বদলে জনতার ঢেউ
টুঙ্গিপাড়া হয়ে ওঠে বাংলার বেথেলহাম
তর্জনিটা দিকদর্শী ধ্রুবতারা।
১৫-০৮-২০২২