হেমন্তের কাফনধবল কুয়াশায় ঢেকে যায় সন্ধ্যার দিগন্ত
পশ্চিম আকাশে ঝুলন্ত নতুন কাস্তেবাঁকা চাঁদ-
ঢুকে যেতে ব্যস্ত অন্ধকার রাতের বিবরে। বাতাসের-
পিঠে সওয়ার হয়ে ছুটে আসে কাশফুল মেঘের পাহাড়।

অস্থির সময় যতই গড়ায়, দৃষ্টির দ্রাঘিমা জুড়ে
বিস্তৃত হতাশা ক্রমশ ততই গাঢ় ও গভীর হতে থাকে।
মনদরিয়ায় বেদনার ঢেউয়ের দাপাদাপি ভেঙে ফেলে
ধৈর্যের বালুকা বাঁধ। দীর্ঘশ্বাসের দুরন্ত ঝড়
বন্ধনের চন্দন ফোঁটায় করে অরোধ্য আঘাত-টর্পেডো গতিতে।

তবু আমি স্বপ্ন দেখি, বুকের বাগানে ফুটে আছে
কুইন এলিজাবেথ রোজ। স্বপ্ন দেখি, রাত্রির চৌকাঠ-
পার হয়ে এসে শিয়রে দাঁড়িয়ে রয়েছে শিউলিসুগন্ধী-
শিশিরস্নাত বালিকা ভোর। আর দেখি-
তোমাকে- রূপালি মাছ, কাটছো সাঁতার বুকের এ্যাকুরিয়ামে।

দৃশ্যাতীত স্বপ্নভোগ শেষে চোখ চেপে ধরে
নিঃসঙ্গতার তন্তুতে বোনা তমসামুখোশ। কালাহারি-
মরুভূমি মরিচিকা বিভ্রান্ত বোধের আঙিনার
কোনোখানে দেখি তুমি নেই। কিংবা থাকো না ইচ্ছে করেই।
১০-১১-২০২১