(একুশ শব্দের আবর্তনে রচিত)

তুমি যখন আমার ডাকে ছুটে এসেছিলে
কৃষ্ণচূড়ার পাপড়িগুলো নেমে এসেছিলো পথে
রঙ্গনের ঠোঁটে ফুটেছিলো হাসি
শুনেছিলাম প্রজাপতি আর বকুলের গোপন কানাকানি।

বসন্ত বাতাস লেগেছিলো
জীবন নায়ের শতছিন্ন পালে
মনটাকে রাঙিয়েছিলো শিমুল
পলাশ রক্তজবার লালে
দুলে ওঠেছিলো আনন্দে বিস্তৃত ধানক্ষেত,  
এবং সবুজ অরণ্যানী।

শ্রাবণ ছাড়াই প্রেমের প্লাবন আসে-শিহরণে
প্রজাপতি মন পাখা মেলে
আঁচলতলে ঢাকা ফুলের মধু আহরণে
ব্যাকুলতার হয়েছিলো অবসান আমিই শুধু জানি।
২২-০৩-২০২১