তোমাকে যেদিন থেকে ভালোবাসতে আরম্ভ করলাম
সেদিন থেকেই সেঁটে গেছে ভাঙনের খেলা আমার শরীরে
সেদিন থেকেই ফুরিয়ে গেছে আকাশ দেখার আকাঙ্ক্ষা
ঘরের দরোজা বন্ধ করে উন্মুক্ত করে দিলাম মনের দরোজা
অন্তরের আদিগন্ত ভেঙেচুরে তোমাকে ভালোবাসতে
শুরু করলাম। সেইসাথে চোখ থেকে পতঙ্গের মতো
ফুরফুর করে উড়ে যেতে শুরু করলো রাত্রির ঘুম।

ভাবনার ফোয়ারায় জলের বদলে কেবলই তুমি-
ঝরো ঝরঝর; চাঁদের কীরণে তুমি থাকো রাতভর
তুমি যেখানে থাকো না, সেখানে থাকে না গোধূলিআবীর
জোছনার জলসা বসে না লেকের পাতালে। ছড়ায় না-
অরণ্যের আতর অনন্য অনুভবে পুষ্পের পরাগে। সম্পর্কের-
বন্ধন জাগায় না হৃদয়ে আনন্দের তেমন স্পন্দন।

অন্তরে তোমার অনুভব একান্তে আমাকে করে তোলে
ভীষণ কাতর। তুমি না থাকলে ফুলের সৌরভ বাতাসের-
সাথে সন্ধি করে চলে যায় অন্য পথে; জোছনা ঘুমায়
অন্ধকারের চাদর মুড়ি দিয়ে। আর্দ্রতা হারায় পাললিক
প্রেমার্ত পাথর। তুমি এলে প্রণয়ের জোয়ার এসে
পাখির – পুষ্পের কলরোলে মিশে একাকীত্বের অনন্ত
অসুখ সারায়। তুমি নাই, কিছু নাই। তোমার অভাবে
ভেঙেচুরে চুরমার হয়ে যাই।
১৮-০৯-২০২২