তোমার চলে যাওয়া দেখে কেঁদেছিলো ঝরা পাতা জানি না কী শোকে
পশ্চিম আকাশে বিমর্ষ বিকেল নুয়ে পড়েছিলো নিদারুণ দুখে
আর আমি কেমন করে জানি সাগর লুকিয়েছিলাম পোড়া চোখে!
১৯-০৪-২০২০