তোমার ক্ষুধা দেশ দখলের
আমার ক্ষুধা ভাতের
তুমি আমির আমি ফকির
পুতুল তোমার হাতের।
তুমি উড়াও জঙ্গিবিমান
আমি উড়াই শাড়ি
তোমার ভরে রাজ কোষাগার
আমার ভাতের হাড়ি।
তুমি থাকো অট্টালিকায়
আমি পথের ধারে
সকল পাপের বোঝা চাপাও
আমার নরম ঘাড়ে।
আমি নারী সইতে পারি
এক পৃথিবী জ্বালা
জ্বালায় জ্বলে ওঠি যদি
পার পাবে কোন শালা?
রাতে তোমার জাত থাকে না
প্রাতে অভিজাত
তৈরি থেকো সইতে তুমি
কালের অভিঘাত।
১৩-০৩-২০২২