উপেক্ষার অন্ধকার শহর পেরিয়ে যেদিন তোমার
কাছে গিয়েছিলাম, কম্পিত করতলে অনেকটা
জোর করেই তুলে দিয়েছিলাম একটি ব্ল্যাক প্রিন্স গোলাপ
ঠিক তার দুদিন পরেই কাঁপা কণ্ঠে বলেছিলে-
"আমাকে সত্যিই ভালোবাসো?"

একটি কথাই তখন বলেছিলাম- হাঁ, ভালোবাসি।
তারপর কিছু না বলেই হেঁটে গেলে সিঁড়ি বেয়ে
উপরে নিঃশব্দে
ভোরের সূর্য যেমন করে যায় উপুর হয়ে রোদ ঢালা দুপুরের মধ্য আকাশে।

আমি ঝাপ দিয়েছিলাম ঘামের সমুদ্রে; বিস্ময়ে-
পড়ছিলাম চোখের ভাষায় লিখিত সম্মতির চিরকুট
পরদিনই দুটি ঠোঁটের ন্যূনতম দূরত্বে নেমে এসেছিলো আরও দুটি ঠোঁট।
১৭-০২-২০২১