রক্তেও হয় না শক্ত সম্পর্কের অশক্ত বন্ধন
সম্পর্কের স্থায়ীত্বের জন্য অন্তরে গভীর
বিশ্বাসের প্রয়োজন।
চোর সাধুকেও চোর ভাবে
সাধু চোরকেও ভাবে সাধু
একই জিনিস দুজনে দুদিক থেকে পারে
ভিন্নরকম দেখতে- দৃষ্টিভঙ্গিই আসল কথা।
জীবন-সে এক বিশাল দুর্বোধ্য তৈলচিত্র
সুইয়ের ফুটো দিয়ে তাকিয়ে যায় না পড়া
জীবন নামের জটিল অধ্যায়।
কেবল ইতিবাচক বিশ্বাসেই প্রবল স্রোতের
ভাংগনেও টিকে থাকে সম্পর্কের সাঁকু
বিশ্বাসের-
অভাবে মনের বন্ধন ক্রন্দনে পরিণত হয়।
সত্যকে জানতে হতে হয় না সংসারত্যাগী যোগী
সত্য সকলেই বোঝে যদি না সে হয়
কোনো মানসিক রোগী।
কখনও বোঝে না রক্তের দাম যারা বেইমান
নাফরমানের ধর্মই নাফরমানি করা
জানি, কামারের দোকানে বৃথা কোরান পড়া।
তবু পড়লাম যদি...
১৯-১০-২০২১