এই যে আমি দাঁড়িয়ে থাকি, পথের ধারে খুব একাকী
কেউ কি পড়ে আমার বুকে রয় লেখা কী?
অপেক্ষা আর প্রতীক্ষার সে প্রহর শেষে
ক্লান্ত চিলের চোখের মতো ঘনিয়ে আসে সন্ধ্যা
তবুও তো দাঁড়িয়ে থাকি, আসবে তুমি, আসবে তোমার
কেশের মতো কালো একটি রাত্রি-পুষ্পগন্ধা।
০২-০৩-২০২০