যাচ্ছে ফিরে পক্ষি নীড়ে
অস্ত যাচ্ছে রবি
মুগ্ধ করে প্রকৃতির এই
চিত্ত হারী ছবি!

সারি সারি দালান বাড়ি
বৃক্ষরাজি যত
হাত বাড়িয়ে অরুণিমা
ডাকছে অবিরত।

আয় কে যাবি ঘুমের দেশে
আয় ছুটে আয় ওরে
ক্লান্তিহরা সজিবতায়
ফিরবো নতুন ভোরে।
২৩-১২-২০২০