ট্রায়োলেট
এমন সুখের ঠিকানা আর কোথায় পাবি বল
ত্রিশ লাখ শহিদের রক্তে গড়া সোনার বাংলাদেশ
সবুজ ঘাসের ডগায় শিশির যেথা করে ঝলমল
এমন সুখের ঠিকানা আর কোথায় পাবি বল
বুক চিরে যার তেরোশত নদী বইছে অবিরল
সাজানো গোছানো সবখানে তার রূপের নাইকো শেষ
এমন সুখের ঠিকানা আর কোথায় পাবি বল
ত্রিশ লাখ শহিদের রক্তে গড়া সোনার বাংলাদেশ।
০৯-০৩-২০২২