[ফেসবুকে কবি জে আর অ্যাগনেস এর কবিতায় কমেন্ট থেকে রচিত]
........................................................................।
তুমি ঘুড়ি, আমি আকাশ, বৃহস্পতি মন
যত্ত খুশি আমার বুকে, করবে বিচরণ
চৈতি চাঁদের আলো দেবো, দেবো তারার দুল
রঙধনু রঙ জরিন ফিতায় বাঁধবো এলো চুল
মেঘের পাল্কী চড়বে- পায়ে পরবে রোদঘুঙুর
এক নিমেষে দেবে পাড়ি, ব্যথার সমুদ্দুর
জটিল নকশার জামদানী প্রেম, দেবো উপহার
কন্যা একবার ভেবে বলো হবে তুমি কার
ঘুড়ি এবং আকাশ মিলে সুখ যাপনের সন্ধি
কন্যা তোমার চোখের তারায় হলাম স্বেচ্ছায় বন্দী।
২৮-০৭-২০২২