"ভালোবাসি" শব্দটি হয় না শোনা বহুকাল
দেড়যুগ আগে কেউ একজন হাত ছুঁয়ে বলেছিলো
তারপর তার কাছে কম্পিত অধর সমর্পণ
আহা! কী সুগন্ধি, কত কোমল ও মিহিন শব্দের তন্তু
প্রতিটি চুম্বনে দোয়েলের শিস, প্রতিটি স্পর্শের-
উত্তাপে জোনাক পোকার রঙিন আলো ঝিলমিল
হৃদয় এক উন্মুক্ত অভয়ারণ্য, যেখানে অবিরাম
ছুটতো, খেলতো দুরন্ত হরিণ রাতদিন রক্তে ও হৃদয়ে।
ভোরের শিশির পায়ে সেদিনের সেই বুলবুলিটা এখন
আর আসে না, হাসে না ফুল- পাতার আড়ালে
অনন্ত আবেগে ভাবের সাগরে ভাসে না হৃদয়
অসীম উচ্ছ্বাসে আলোড়িত সবুজ বৃক্ষ সজ্জিত-
কামনার করিডোর আজ এক বিরান প্রান্তর
সেদিন হঠাৎ বেজে ওঠা "ভালোবাসি" শব্দটি এখন
কেবলই স্মৃতি, কেবলই বিভ্রম এবং বিপুল যাতনাময়
"ভালোবাসি" শব্দের তন্তুতে কেউ আর জড়ায় না এ হৃদয়।
০৮-০৮-২০২২