না। এখন দাঁড়াবার সময় না।
এখন কেবল হেঁটে হেঁটে
এগিয়ে যাবার দিন।
এখন সময় এসেছে সাজাতে
জীবন স্বপ্ন রঙিন।
যদিও হাত ধরার নেই কেউ
যদিও এখানে নেই
সবুজের ঢেউ
যদিও ভীষণ আঁকাবাঁকা
জীবনের রেলপথ
যদিও স্থবির স্বপ্ন বুননের মাকু
মেঘের পালকি চড়ে
পার হবো একদিন সময়ের সাঁকো।
একদিন রৌদ্র ছুঁবো, একদিন নদী
একদিন মেঘ ছুঁয়ে জল নেবো
ভরে নেবো কবোষ্ণ বুকের
শুকনো উদধি।
হাওয়ার হাতে বাজনা বাজায়
কালিজিরা ধানে
না। এখন আর দাঁড়াবো না
দুর্বার এগোবো সত্যের সন্ধানে।
১৮-০১-২০২১