বেদনার সব রঙ জড়ো হলে
অন্তরে ও অন্তরীক্ষে নেমে আসে অন্ধকার
কবিতার শরীরে লুকালে সত্য
খুলে যায় আলোকের বন্ধ দ্বার
কবির হাতেই সমর্পিত সুন্দর সকাল
কবির হাতেই সভ্যতার নিপুণ সংস্কার।
তর্জনি দেখায় পথ তারে
যে পথিক খোঁজে স্বাধীনতা
একটি ভাষণ ইতিহাস গড়ে
হস্তির শক্তিতে ছিঁড়ে অধীনতা
স্বাধীনতাকামী এ কবির স্বর
সয়েছিলো অগ্নির তীব্রতা।
প্রত্যেক কবির উচ্চারণে সত্য থাকে
সত্যই কবিকে দেয় অমরতা
কবিতার লাইন মুক্তির পথ আঁকে
কবিই বলে মা, মাটি, মানুষের কথা।
ছাব্বিশে মার্চ কবির স্বপ্নের বাস্তবায়ন
সত্যাশ্রয়ী শব্দই দিয়েছে স্বাধীনতা।
২৬-০৩-২০২৩