শেষ পর্যন্ত হয়ে গেলো সাগরসঙ্গম। বসে, শুয়ে,
সাঁতরে, উপুড় হয়ে ধুয়ে দিয়ে এসেছি সাগরজলে-
মনের অতলে জমা বেদনার প্রাগৈতিহাসিক পাণ্ডুলিপি;
ঢেলে দিয়ে এসেছি যাপিত কালের সকল
বিষাদের ঘোলা জল। খালি করে দিয়ে
এসেছি এ-
যাবৎ কালের বেদনাভাইরাসাক্রান্ত মস্তকের হার্ডডিস্ক।

সৈকতে ঝিনুক কুড়ানিদের মতোন
কুড়িয়ে এনেছি
হারানো দিনের সনাতন শুকনো কেওড়াবীজ সুখ।
বুকের জমিনে বুনবো, নতুন উন্মাদনায়;
হবে আবার সুখের অঙ্কুরোদগম ।

বালিহাঁস আদরে ভিজাবো ঠোঁট
অথই সুখের -
স্বর্ণালি শরাবে। হিমেল হেমন্তে ঘাসের ডগায়।
ঝলমলে শিশিরের মতোন আমিও
মাখাবো বিশুষ্ক-
ওষ্ঠে প্রেমের পরাগ। ফরমেট করা হৃদয় ফোল্ডারে
আপলোড দেবো ভাইরাসহীন ভালোবাসা।
কামনার করিডোরে গড়ে তুলবো নির্জন উত্তমাশা অন্তরীপ;
ভুলে ভরা, ভালোবাসাহীন সরীসৃপ শীতল জীবন দেবো-
বিসর্জন মানুষী জীবনে ফেরার সগর্ব প্রত্যাশায়।
১১-১১-২০২১