ভিজবো আজি গোপন স্রোতের জলে
বইছে গায়ে শ্যাম পিরিতের জ্বর
দোষ কি এমন প্রেম শরাবে একটু মাতাল হলে
উঠুক তুমুল ভালোবাসার ঝড়।

মন নদীতে এসো ভাসাই খেয়া
কাল ক্ষেপণের নেই তো কোনো মানে
হৃদয় জুড়ে ডাকছে ব্যথার দেয়া
মুখর করি জলের বীজের গানে।

শরীর জুড়ে শব্দেরা দিক দোলা
প্রেমের নূপুর বাজুক মনের চালে
হৃদয় দুয়ার থাকুক আজকে খোলা
ফুটুক গোলাপ মানুষ বৃক্ষের ডালে।
০৩-০৬-২০২২