চালের বাজার ঊর্ধ্বমুখী, কারণ খুঁজে পায় না গুপ্তচর;
নেতা ও নটির গোপন আঁতাত, হাত ধরে চলে পরস্পর।

চলায় বলায় সাধু-সন্ত, কপালে ধর্মের দাগ, পোশাকে সুন্নতি;
কালোবাজারির নেশা, রক্তে ও হৃদয়ে, রাতারাতি অদ্ভুত উন্নতি।

বাড়ির দেয়ালে মাধবিলতার শোভা, হেঁশেলে তেলের ধোঁয়া;
অন্ধকারে এঁটোকাঁটাখেকো, তবুও তাদের, টিকিটি যায় না ছোঁয়া।

আমাদের নিয়তি এরাই ঠিক করে দেয়, কী নিপুণ কাজকারবার;
পকেট তাদের হয় মোটাতাজা, মুদ্রাস্ফীতি, আমাদের ভাঙে ঘাড়।

ফুরফুর করে সুখ উড়ে যায়, শিরায় শিরায়, টগবগ করে খুন;
মানুষ দেখি না ক্ষুধিতের পাশে, দেখি উড়ে সর্বত্র শকুন।
২০-০৮-২০২২