দিনের আকাশে তুমি ছিলে দীপ্তিময় সূর্য
রাতের আকাশে ছিলে ঝলমলে ধ্রুবতারা
আজ তুমি আমাদের মাঝে নেই তাই
তোমাকেই খুঁজি হয়ে পথভ্রান্ত দিশাহারা।
তোমাকে পেয়ে কত পথিক পেয়েছিল পথের দিশা
তুমি বিহীন আমাদের চোখে আজ ঘোর অমানিশা।
দুর্যোগে দুর্দিনে তুমি ছিলে আলোর দিশারী
বিক্ষোভে বিপ্লবে প্রতিবাদ মিছিলে অগ্রণী কাণ্ডারী।
তোমার অঙ্গুলি হেলনে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত জাতি
পাড়ি দিয়েছে অন্ধকার পথ তুমি ছিলে জাহাজ বাতি।
তুমি দিয়েছ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বাধীন স্বর্গভূমি
লাল সবুজের উজ্জ্বল পতাকা সেও এনে দিয়েছ তুমি।
তুমি ছিলে মহাকবি তোমার কাব্যে শিহরিত প্রাণ
ঘুমন্ত জাতি জেগে ওঠে গেয়েছিল মুক্তির জয়গান।
জেল জুলুম ফাঁসির মঞ্চ তোমাকে টলাতে পারেনি
বরং ভয়ে কেঁপেছে হুংকারে তোমার বর্বর পাকিস্তানী।
শত বছরের শত সংগ্রাম শেষে পেয়েছি কাঙ্খিত স্বাধীনতা
গর্জনে তোমার তর্জনীর ইশারায় জেগেছিল সাত কোটি জনতা।
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” অমর কবিতাখানি
আকাশে বাতাসে ধ্বনিত আজও তোমার বজ্রকণ্ঠ বাণী।
তুমি জন্মেছিলে বলে পৃথিবীর মানচিত্রে জন্মেছিল এ দেশ
তাইতো তোমার আরেক নাম সোনার বাংলাদেশ।
তুমি ছিলে স্বপ্ন পুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান
দেশকে ভালোবেসে রক্তগঙ্গায় ভেসে জীবন করেছ দান।
তোমাকে হারিয়ে জাতি তাই শোকে মুহ্যমান
বিনম্র শ্রদ্ধায় আজও তোমাকে স্মরি আদর্শের পিতা
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৭-৮-২০১৬