আঙুলের ডগা থেকে মুছে দিয়েছি কমল-
কপোল স্পর্শের অনুভূতি।
তবু কিছু উজ্জ্বল চুম্বন পড়ে থাকে
বুকের সমান্তরালে।
হৃদয় স্বদেশ মানচিত্র থেকে
উপড়ে ফেলেছি অনাবাদি প্রেমের ছিটমহল
তবু ওখানে ভালোবাসার পেখম পাখিরা
গান করে সমস্বরে। নদীরা ওখানে
কলকল করে দোতরার স্বরে।
শরতের শিশির ভেজা শেফালি-শাপলা সকাল
আর হেমন্তের কচি রোদ থেকে
তুলে নিয়েছি বিছানো পিঠ
তবু এখানে জীবন পঠিত হয় রোদের
আর কৃষ্ণচূড়ার রঙ লিপিতে।
এ আমার অপরাধ নয়; প্রাবহিক জীবনসঙ্গম
এ আমার সোপার্জিত সাহসী অহম।
২৬-০১-২০২১