(একুশ শব্দের আবর্তনে অক্ষরবৃত্তে রচিত)

আমি মায়ের সন্তান
আমিই তার স্বর্গীয় সুখ
সারাদিন নিজে
না খেয়ে থাকলেও সবার আগে
জানতে চাইবে,
"বাবা খাসনি; শুকনো কেন মুখ"?

আমি স্বামী
স্ত্রীর আদালতে
আমৃত্যু আসামী।
দাবী পূরণের ব্যর্থতায়
যখন তখন শরীরে আগুন
কলিজা ভুনা করে দিলেও
বলবে কম হয়েছে নুন!

আমি পুরুষ এবং পিতা
সংসারের ঘানি আমি টানি
আমার বিশেষ নেই কোনো দাবী।
তোদের জন্য আমার ভালোবাসা
নে যতটুকু যে পাবি।
০৯-০৩-২০২১