শ্যামল গাঁয়ে ধবল চাদর জড়িয়ে রাখে মাঘে
হৃদয় নগর উথলে ওঠে প্রেমের অনুরাগে।
ঘাসের কেশর শিশির শুকায় সকাল বেলার রোদে
তোর আঁচলের ওমের কথা জাগে আমার বোধে।
হলুদ জলের ঢেউ তোলা সেই শুখন সর্ষে ক্ষেতে
চোখ ইশারায় ডাকতি কত বুকের কাছে পেতে।
কোচড় ভরা থাকতো মুড়ি, আনতি মটর পুড়ে
ঝিনিক ঝিনিক বাজতো হাসি দিগন্ত মাঠ জুড়ে।
গালে মেখে শীত বিকেলের নরম রোদের আলো
নানান ছলে বুঝিয়ে দিতি বাসিস কত ভালো।
বুঝতে আমার কষ্ট হতো ছিলাম বলে বোকা
সঙ্গতিহীন দিন দিয়েছে ভীষণ রকম ধোকা।
নতুন করে মাঘ আসে আর নতুন কিছু শিখি
লেপের ভেতর সোনার দিনের স্মৃতির পদ্য লিখি।
রোদের পিঠে হেলান দিয়ে শুকাই ভুলের ক্ষত
দহন ভুলি সে দিনগুলি ভেবে অবিরত।
২৫-০১-২০২২