কদিন ধরেই অসুস্থ বেশ, সুগার গেছে বেড়ে
বিশ্রাম নিচ্ছি বাসায় বসে, লেখালেখি ছেড়ে।
এই না প্রথম পড়লো ধরা, ব্লাড সুগার হাই
সকল রোগের মা যে এটা, চিন্তা মনে তাই।
তড়িঘড়ি করে গেলাম, চিকিৎসকের কাছে
মনে শঙ্কা জটিল কিছু, যদি ঘটে পাছে।
যাবার পথে মেয়ে বলে, মোবাইলে ফোন করে
“আমার জন্য বরফ মালাই, নিয়ে এসো ঘরে।”
“ঠিক আছে মা” বলেই আমি, কেটে দিলাম ফোন
একটু পরেই আবার বাজে, মোবাইল রিংটোন।
গিন্নি বলে- “সময় পেলে, নিয়ে এসো তেল
পিয়াঁজও শেষ, যদি পারো, এনোতো একটি বেল।”
কথা শেষে হালকা হেসে, বলি ময়না পাখি
চাওয়া তোমার পূরণ হবে, আচ্ছা তবে রাখি।
চেম্বার হতে বেরিয়ে যেই, উঠি গিয়ে বাসে
ছেলের নাম্বার হতে আমার, মোবাইলে ফোন আসে।
“আব্বু তুমি আসার পথে, এনো একটি রিমোট”
কথা শুনে হৃদয় মাঝে, লাগে বড় চোট।
“ঠিক আছে বাপ” বলে আমি, ফোনটি দিলাম কেটে
ব্যাপার একটা লক্ষ করে, দুঃখে পরাণ ফাটে।
যে যার মতো বলে গেল, প্রয়োজনের কথা
জানতে চায়নি একবারও কেউ, আমার অসুস্থতা।
অসুস্থতা নিয়েও সবার, ইচ্ছা করি পূরণ
নিল না কেউ মনের খবর, শরীরই বা কেমন।
এই যদি হয় সম্পর্কের নাম, এই যদি হয় সংসার
কেউ কারো নয় এ সংসারে নয় কি প্রমাণ তাহার।
একজন শুধু নিত খবর চোখের পানি ছেড়ে
মা জননীর কথা মনে পড়ে বারে বারে।
৩০-১১-২০১৭
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: ৪/৪/৪/২ মাত্রা।