চোখের তারায় গভীর আঁধার, ভোরের আশায় বাঁচি;
সুখের শাবক মেঘ-রোদ্দুরে খেলছে কানামাছি।

স্মৃতির শোকেস ভরে আছে, ব্যথার ধাতব বাটি;
প্রেমহীনতায় সুখ সরোবর শুকিয়ে এখন মাটি।

নিসঙ্গতার লাউড স্পিকার বাজায় প্রত্নকথা;
লোডশেডিংয়ে কেঁদে মরে নাগরিক সভ্যতা।

চুমুর খরায় ফাটা ঠোঁটের স্বাস্থ্য রাখতে ঠিক;
মেখে রাখি রঙিন আশার চকচকে লিপস্টিক।

হাজার ব্যথার মিছিল আসে, দুঃখ সারি সারি;
বুকের জমিন জুড়ে গড়ে নীল বেদনার বাড়ি।

বুকের প্রস্থে জমতে থাকুক বিষন্ণতা যত;
তুমি আছো তার ওপরে অক্টোপাসের মতো।

অন্ধকারের বিবর জুড়ে একটা 'তুমি'র স্মৃতি;
এই জীবনে হয়ে আছো, প্রাণের নেফারতিতি।
২৩-০৭-২০২২