শেষ বিকেলের গন্ধ হয়তো ভুলেই গেছো আজ;
রোদের পরাগ আঁকতো গায়ে নিপুণ কারুকাজ।
দোয়েল ডাকা ভোরের বাতাস চুলে মেঘের ঢেউ;
দুপুর রোদের ছাতিম ছায়া হারিয়ে গেছে সেও।
হারিয়ে গেছে শিমুল তলায় দাঁড়িয়ে থাকার দিন;
কমছে সময় আলোর বেগে বাড়ছে কেবল ঋণ।
যাওনি দেখে চোখের পাতা ভিজে ওঠা প্রেম
বুকের ভেতর গড়ে তোলা আকবরী হেরেম।
এক অঞ্জলী অধর পানে তৃষ্ণা কি আর মিটে;
তাইতো ঘুরি সওয়ার হয়ে সরস স্মৃতির পিঠে।
খুঁজছে ব্যাকুল স্মৃতির পিঠে সওয়ার হওয়া মন;
বুকের ভেতর যত্নে রাখা প্রত্ন ব্যাবিলন।
একটি ছবিই উজ্জ্বলতর হাজার ছবির ভীড়ে;
দুলদুলের খুর বাজে যেমন শোকের ফোরাত তীরে।
২৪-০৭-২০২২