নিদ্রাহীন চোখ ফুটুক কিংশুক হয়ে। প্রেমহীন-
বুকে লাগুক আগুন। ফাগুনবিহীন বাগানের-
আছে কী আর তেমন সৌন্দর্যের আবেদন?

একদিন তুমি ছিলে, হৃদয়ে কমল কামিনীর
কলরব ছিলো। ছিলো ভ্রমরের মধুর গুঞ্জন।
ছিলো অসীম সুখের স্বপন অঞ্জন চোখের পাতায়।

একদিন ছিলাম বিলীন শুধু তোমাতেই। তুমি নেই, কিছু নেই।
কেবল স্মৃতির ছায়াপথে ভালোবাসার বদলে জ্বলে
বেদনার নীল নক্ষত্রের মিটিমিটি আলো।
যেখানেই থাকো, তুমি ভালো থেকো, খুব...খুব ভালো।
১২-১২-২০২১