সূয্যিমামা সূয্যিমামা
দেখাও তোমার মুখ
তোমার থেকে তাপ নিয়ে পাই
লেপের উষ্ণ সুখ!

কাঁথা কম্বল নেইকো মোদের
শত ছিন্ন বাস
গরীব বলে করছো কেন
এমন উপহাস!

একটুখানি উষ্ণতা দাও
কাঁপছি শীতে খুব
অভিমানে আর দিও না
দুধকুয়াশায় ডুব!

সূয্যিমামা বেরিয়ে এসো
হিমের চাদর ছিঁড়ে
জ্বালাও তোমার অটো হিটার
পথশিশুদের নীড়ে।

সূয্যিমামা দাও দেখা দাও
ভোর বিহনে পূবে
স্নান সেরে নাও ঘাসের ডগায়
শিশির কণায় ডুবে।

তোমার উজল হাসির রেখায়
হাসুক বিশ্বলোক
সবার হাসি দেখে ভুলি
শীত যাপনের শোক!
১৯-১২-২০২০